বাংলাদেশ সংঘ-রাজ ভিক্ষু মহাসভার ২৫৬৭ বুদ্ধবর্ষ বা বুদ্ধ জয়ন্তী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন !
১৮ ও ১৯মে ২০২৩খ্রিঃ বাংলাদেশ সংঘ -রাজ ভিক্ষু মহাসভার ২৫৬৭ বুদ্ধবর্ষ বা বুদ্ধ জয়ন্তী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সুসম্পন্ন করা হয়। ১৮মে বিকাল ৩টায় চট্টগ্রাম নন্দন কানন বুদ্ধ বিহার থেকে শান্তি শোভাযাত্রা করা হয়, সন্ধ্যা ৬:০১মি: একাদশ সংঘরাজ ও দ্বাদশ সংঘরাজদের জীবন ও কর্ম নিয়ে সেমিনার সম্পন্ন হয় এবং রাত ৮:০১মি: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ৭৫ তম সাধারন সভা মোগলটুলি শ্মশান ভূমি শাক্যমুনি বিহারে সুচারুরূপে সম্পন্ন হয়।
১৯মে,সকাল ৯টায় শোভাযাত্রা সহকারে ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে শুভা- গমন প্রাতঃস্মরণীয় মহান পুণ্যপূরুষদের পুণ্যস্মৃতি স্মরণে সংঘদান ও অষ্টপরিষ্কার দান সম্পন্ন করা হয়,১২টা থেকে ২টা পর্যন্ত পটিয়া বুদ্ধ কীর্তনীয়া পরিষদের সভাপতি বিশিষ্ট কীর্তনীয়া বাবু শাক্যপদ বড়ুয়া কর্তৃক বুদ্ধ কীর্তন পরিবেশন করা হয়। ২টায় দিবসের সর্বশেষ কর্মসূচি ত্রিপি -টক পাঠের মধ্যদিয়ে শুরু হয়, সভায় উদ্বোধনী নরসিংহ গাথা পালি ও বাংলায় পরিবেশন করেন বৃষ্টি মুৎসুদ্দি,সভাপতি ছিলেন পূজ্য শাসনস্তম্ভ উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো, প্রধান অতিথি ছিলেন, পূজ্য উপ-সংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাথেরো,বিশেষ অতিথিবৃন্দ মাননীয় মহানসংঘ যারা কষ্টকরে মহাসভার অনুষ্ঠানকে সফল করেছেন সকলের জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
৫জন সংঘ সদস্য ও একজন কল্যাণমিত্র উপাসককে সম্মাননা উপাধি প্রদান করা হয়। ধন্যবাদ,শুভেচ্ছা -সহ আশীর্বাদ জানাচ্ছি উপস্থিত হয়ে যে সকল শ্রদ্ধাবান দায়ক-দায়িকা যারা অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছেন। সকল প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া, নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনী, নানা গোয়েন্দা সংস্থা ও স্বেচ্ছাসেবক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। মোগলটুলি বড়ুয়াপাড়া নিবাসী, মোগলটুলি শ্মশান ভূমি শাক্যমুনি বিহরের অধ্যক্ষ, ভিক্ষু-শ্রামণ ও সেবক-সেবিকা সকলের প্রতি পুণ্যরাশি দান করছি। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক যারা উপাধিতে বিভূষিত ঃ–
১।ভদন্ত বিনয়পাল মহাথেরো,অধ্যক্ষ বিনাজুরী মিলনারাম বিহার,রাউজান। ★প্রাপ্ত উপাধি–সদ্ধর্মধারী।
২।ভদন্ত অতুলানন্দ মহাথেরো,অধ্যক্ষ সুচিয়া সুখানন্দ বিহার চন্দনাইশ। ★প্রাপ্ত উপাধি–সদ্ধর্মকথিক।
৩।ভদন্ত জিনানন্দ মহাথেরো,অধ্যক্ষ আলীশ্বর শান্তিনিকেতন বুদ্ধ বিহার, কুমিল্লা। ★প্রাপ্ত উপাধি–শাসননিধি।
৪।আশিন প্রজ্ঞাবোধি মহাথেরো,অধ্যক্ষ উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বুদ্ধ বিহার, কক্সবাজার। ★প্রাপ্ত উপাধি– সদ্ধর্মসারথী।
৫।ভদন্ত মুদিতারত্ন থেরো,অধ্যক্ষ বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক আমেরিকা। ★প্রাপ্ত উপাধি –সদ্ধর্মদূত।
৬।প্রফেসর ডা.প্রভাত চন্দ্র বড়ুয়া, জন- স্বাস্থ্যবিদ ও রোগতত্ত্ববিদ,প্রাক্তন উপাচার্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউ এস টি সি)। ★প্রাপ্ত উপাধি– সদ্ধর্মসেবক।
সকলের প্রতি অভিনন্দন ধন্যবাদ।